রুহুল আমিন খাঁন স্বপনঃ দৈনিক মানবজমিনের ফরিদগঞ্জ প্রতিনিধ ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার অফিস প্রধান এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য আবু হেনা মোস্তফা কামাল এর বালু সন্ত্রাসীদের হাতে হামলার প্রতিবাদে প্রতিবাদ বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন হামলার শিকার সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক নাছির পাঠান, সহ-সভাপতি মো: মহিউদ্দিন, মশিউর রহমান, জাকির হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, যে কোন অনিয়মের বিরুদ্ধে প্রেসক্লাবের সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াবে।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর রোববার উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন নিয়ে সংবাদ সংগ্রহে গেলে বালু সন্ত্রাসীদের হামলার শিকার হন ফরিদগঞ্জ উপজেলার দৈনিক মানব জমিন প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর দর্পন অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামাল। ওই ঘটনায় থানায় বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।