বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছেংগারচর পৌরসভার ওঠারচর এলাকায় এই ঘটনাটি ঘটে।
এব্যাপারে পলি সিকদার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দাযের করেছেন ৷
অভিযোগ সুত্রে জানা যায়, ওঠারচর গ্রামে স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানের ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণার সময় একই ওয়ার্ডের সন্ত্রাসী আমির মোল্যা, রাজিব মৃধার নেতৃত্বে নৌকার ১০/ ১৫জন নৌকার সমর্থক পলি শিকদারের ওপর অতর্কিত হামলা চালায় এতে পলি শিকদার মারাত্মক ভাবে জখম হয় ।
পলি সিকদার স্থানীয় সাংবাদিকদের জানান, ঈগল প্রতিকের লিফলেট নিয়ে প্রচারণার সময় মায়ার সমর্থক ঘনিয়ারপাড় গ্রামের আমির মোল্ল্যা, রাজিব মৃধা, বিদ্যুৎ’সহ ১০/ ১৫জন মিলে মোটরসাইকেলে করে এসে আমার ওপর অতর্কিত হামলা করে আমাকে মারধর করে আমার শরীরের বিভিন্ন জায়গায় হাতদিয়ে শ্লীলতাহানি করে এবং আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমি মহিলা মানুষ, তারা পুরুষ হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এই বর্বর হামলার ঘটনায় আমি প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাই।
এছাড়াও ফতেপুর পচ্শিম ইউনিয়নে মায়ার সমর্থকরা জুয়েলের নেতৃত্বে এবং গজরা ইউনিয়নের বদনারপুর গ্রামে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রাৰ্থীর মহিলা কর্মদির ওপর আক্রমণ করেন এবং তাদেরকে আটক করে রাখেন ৷ পরে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ স্বতন্ত্র প্রার্থীর কর্মিদের উদ্ধার করেন।