ফরিদগঞ্জের অন্যতম সামাজিক সংগঠন ‘পথের দাবী’। প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে সংগঠনটি বিজয় দিবস উদযাপন করেছে। দুই দিন (১৬ ও ১৭ ডিসেম্বর) ব্যাপী অনুষ্ঠানে ছিলো গ্রামীন খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।
পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের মিরপুর গ্রামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পথের দাবীর প্রতিষ্ঠাতা সাঈদুর রহমান রাশেদের সভাপতিত্বে, শামিম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহেদ হোসেন বাবুল পাটওয়ারী, বাজার ব্যবসায়ী কমিটির সাবেক আহ্বায়ক মো. অহিদ পাটওয়ারী, পৌর আওয়ামীলীগ নেতা মো. বাবুল মোল্লা ও মাসুদ ভূঁইয়া।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ইমাম মেহেদী (রিমন), সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, উপ-পরিচালক ফরহাদ গাজী, সদস্য- আবুল কাশেম বিজয়, সোহেল হাজী, মাসুদ চৌকিদার, সামির খাঁন, ইয়াছিন, ছোটন প্রমুখ।