শাহরাস্তি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাতকে ফুল দিয়ে বরণ করে নিলেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
১৩ ডিসেম্বর সকালে উপজেলায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের নেতৃত্বে সাংবাদিক বৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নবাগত নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত সাংবাদিকদের উদ্দেশে বলেন, সংবাদ প্রেরণের ক্ষেত্রে বস্তনিষ্ঠতা বজায় রাখতে হবে। যে কোন সময় আইন মেনে, তথ্য নিতে হবে। আমার সহযোগিতা থাকবে। হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। বর্তমান সময়ে সবাই তথ্য দিতে পারে কিন্তু বস্তনিষ্ঠতা বজায় রাখতে হবে। তিনি শাহরাস্তি প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল বলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিকগন সবসময় বস্তনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রেরণ করে থাকে। অপ- সাংবাদিকতার স্থান এই উপজেলায় নেই।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, যুগ্ন সম্পাদক কামরুজ্জামান সেন্টু, সম্মানিত সদস্য ফয়েজ আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন, সহযোগী সদস্য হাসানুজ্জামান, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, রাফিউ হাসান হামজা, হাসান আহমেদ বাবলু, ফয়সাল আহমেদ, জসিম উদ্দিন, আহসান হাবীব প্রমূখ।