শাহরাস্তির রায়শ্রী গ্রামের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুর রউফ সাহেব এর স্মৃতি স্বরণে জনকল্যাণমুখী সেবামূলক সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে গঠন করা হয় বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনটি মুক্তিযোদ্ধা আবদুর রউফ এর পরিবারের পক্ষ থেকে গঠন করা হয়।বড় ছেলে প্রবাসী শাহজাহান ভূঁইয়া ও ছোট ছেলে ইন্জিনিয়ার শাহাবুদ্দিন এর উদ্যোগে এটি গঠন করা হয়।
রায়শ্রী দঃপঃ পাড়া বায়তুন নূর জামে মসজিদ থেকে এই ফাউন্ডেশনের পথযাত্রা শুরু। মরহুম আবদুর রউফ সাহেব এই মসজিদের নিয়মিত মুসুল্লি ছিলেন।
পহেলা ডিসেম্বর, ২৩ ইং রোজ শুক্রবার বাদ জুমায় উক্ত মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান এর আলোচনা পরবর্তী দোয়ার মাধ্যমে ফাউন্ডেশনের শুভসূচনা হয়।এসময় আলোচনা করেন মাহমুদুর রশিদ ও মুক্তিযোদ্ধা আবদুর রউফ এর ছেলে সাংবাদিক মো.শাহ আলম ভূঁইয়া।
উল্লেখ্য,মরহুম আবদুর রউফ সাহেব ১৯৫০ সালের পহেলা ডিসেম্বর রায়শ্রীতে জন্মগ্রহণ করেন।তিনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের অধীনে রনাঙ্গনে অংশগ্রহণ করেন। তিনি ২০১৩ সালের ১৫ ই জানুয়ারী পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহর দিদারে পরকালে পাড়ি দিয়েছেন।
Facebook Comments Box