মো.শাহ আলম ভূঁইয়াঃ
বিডি হিউম্যানিটি অর্গানাইজেশন(BD HUMANITY ORGANIZATION) এর উদ্যোগে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে আইসিটি অলিম্পিয়াড-২০২৩ ( ICT OLYMPIAD-2023) ও আলোর দিশারী সংগঠন এর রক্তদান শাখা হিলফুল ফুজুল-কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার(২৪ই নভেম্বর) শাহরাস্তির বেরনাইয়া আইডিয়াল স্কুল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আইসিটি অলিম্পিয়াড -২০২৩ এর বিজয়ী মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ও সামাজিক সংগঠন আলোর দিশারী হিলফুল ফুজুল রক্তদান সংস্থাটিকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বিডি হিউম্যানিটি অর্গানাইজেশন এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে ছিলেন জনাব মাহবুবুর রশিদ, ৪১তম বিসিএস সুপারিশ প্রাপ্ত এবং সহকারী শিক্ষক হাসান আলী উচ্চ বিদ্যালয়, চাঁদপুর।
সভাপতিত্ব করেন জনাব ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক-চেয়ারম্যান,রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক, জনাব ডাঃ মিজানুর রহমান পাটোয়ারী, ব্যবস্থাপনা পরিচালক ফিফা পাটোয়ারী ফার্মেসি এবং উপদেষ্টা সদস্য (BDHO).
বিশেষ অতিথি ছিলেন জনাব ডাঃ মোঃ মোবারক হোসেন-ব্যবস্থাপনা পরিচালক বেরনাইয়া জেনারেল হাসপাতাল, জনাব ডাঃ মোঃ কাজী কামাল-ব্যবস্থাপনা পরিচালক বেরনাইয়া শাহ শরীফ হাসপাতাল,জনাব মোঃশাহ্ আলম-পরিচালক বেরনাইয়া শাহ শরীফ হাসপাতাল, জনাব মোঃ আবুল বাশার-ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড রায়শ্রী দক্ষিণ, জনাব মোঃ মোস্তফা কামাল মীর-ব্যবস্থাপনা পরিচালক প্যারাডাইস ইলেকট্রনিক্স গ্যালারি বেরনাইয়া বাজার, জনাব মোঃ আনোয়ার হোসেন বাবুল- সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ৮ নং ওয়ার্ড রায়শ্রী দক্ষিণ ইউপি, জনাব মোঃ আলমগীর হোসেন-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ৮ নং ওয়ার্ড রায়শ্রী দক্ষিন ইউপি,জনাব মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী-অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা,জনাব মোঃ মিজানুর রহমান-সভাপতি বেরনাইয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ,জনাব মোঃ হারুন অর রশিদ-ব্যবস্থাপনা পরিচালক আল-মদিনা ইলেক্ট্রনিক্স বেরনাইয়া বাজার,জনাব ডাঃ আব্দুল কাদের জিলানী-বিএসসি ইন ডেন্টাল চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ওয়াই এন স্পেশালাইজড ডেন্টাল কেয়ার, বেরনাইয়া বাজার,জনাব মোঃ আব্দুর রহিম সেলিম-বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক বেরনাইয়া বাজার উন্নয়ন কমিটি,জনাব মোঃ আবুল কাশেম বেপারী-দলিল লেখক চিতোষী এসআর অফিস,জনাব মোঃ এস এম ইব্রাহিম খলিল-প্রধান শিক্ষক বেরনাইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,জনাব আবদুল আউয়াল মানিক-প্রধান শিক্ষক মৌলভী আকরাম আলী মজুমদার উচ্চ বিদ্যালয়,জনাব মোঃ আল-আমিন হোসেন-প্রধান শিক্ষক মডেল স্কুল এন্ড কলেজ,জনাব মোঃ শফিউল আজম বাহার-সহকারী প্রধান শিক্ষক মডেল স্কুল এন্ড কলেজ ও উপদেষ্টা (BDHO),জনাব মোঃ বিল্লাল হুসাইন-প্রধান শিক্ষক বেরনাইয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ,শাহরাস্তি, চাঁদপুর।
আরোও উপস্থিত ছিলেন বি.ডি.এইচ.এম. সদস্য-সাখাওয়াত হোসেন মানিক, আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, দেলোয়ার হোসেন,রাকিবুল হাসান তামিম প্রমূখ।
অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় আলোর দিশারী হিলফুল ফুজুল রক্তদান সংস্থার পক্ষে সংগঠনটির প্রধান সমন্বয়ক জনাব মু.আবুল কাশেম বিডি হিউম্যানিটি অর্গানাইজেশন (BD HUMANITY ORGANIZATION) এর সম্মানিত সভাপতি জনাব সাখাওয়াত হোসেন মানিক এর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
এছাড়াও বিশেষ আকর্ষন হিসেবে সুস্থ সংস্কৃতির বিকাশে গঠিত পরিবর্তন শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহারের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন।