চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিএনপি’র ৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শাহরাস্তি থানা পুলিশের অভিযানে সদরের মেহের স্টেশন এলাকা থেকে মিছিল শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার নেতাকর্মীদের মধ্যে সাজ্জাদুল ইসলাম (২০), পিতা-শহিদুল ইসলাম, মাতা-নাজমা আক্তার, সাং-টামটা (মধ্য পাড়া চৌধুরী বাড়ী), মোঃ মাসুদ আলম (৩২), পিতা-মৃত আঃ মুনাফ, মাতা-ফিরোজা বেগম, সাং-টামটা (পূর্ব পাড়া পাটওয়ারী বাড়ী), মোঃ মনির হোসেন (২৭), পিতা-মৃত জাহাঙ্গীর আলম, মাতা-বদরুন্নেছা, সাং-শ্রীপুর (পাটওয়ারী বাড়ী), সর্ব থানা-শাহরাস্তি রয়েছেন।
উপজেলা বিএনপি’র নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের দোয়াভাঙ্গা এলাকা থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় বিএনপি। কিন্তু মিছিল শুরুর আগেই দলটির ৩ জন কর্মীকে আটক করে পুলিশ।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, নাশকতার পরিকল্পনা করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।