
সঞ্চয়
ফারজানা মুন্নী
যা কিছু সঞ্চয় ছিল মিশিয়ে দিয়েছি স্রোতে
হাত পাতো, মুক্তোর মতো কুড়িয়ে নাও
ভাবো, আনন্দকে ছুঁয়ে পাড়ি দিচ্ছে বিরহ কান্তার।
অনুভব করো, কেউ তোমাকে চুমু খাচ্ছে
কারো বেদনা উড়ে যাচ্ছে পাখি হয়ে
আমি এক বেদনা অপার।
উড়ে যাচ্ছি সামদ্রিক ঝড়ে।
আমাকে নিঃসঙ্গ রেখে প্রেমিক-পুরুষ
চুমু খায় মহাকালের ঠোঁটে।
ঝড়ে উড়ে যেতে যেতে ভাবি,
কিছুটা বিরহ লিখিত থাকুক
বুকের পাঁজরে।
Facebook Comments Box