রুহুল আমিন খাঁন স্বপন; চাঁদপুর প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিরোধী দলের হরতাল অবরোধে জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য মহড়া দিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল’র নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেল ও পিকআপভ্যান নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় সাইরেন বাজিয়ে মহড়া দেয়।
মহড়াটি ফরিদগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে পুলিশী পিকআপভ্যানের সাইরেনের শব্দে জনসাধারণের মাঝে শান্তির সুবাতাস বয়ে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক গুলো মুহুর্তের মধ্যে ফাঁকা হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে কোন দুষ্কৃতকারী যেন বিশৃঙ্খলা ঘটাতে না পারে সে জন্য পুলিশের মহড়া অব্যাহত থাকবে। সারাদেশের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনী জননিরাপত্তা নিশ্চিতে উপজেলার প্রত্যান্ত অঞ্চলসহ গুরুত্বপূর্ণ সড়ক গুলো পুলিশী মহড়া প্রদক্ষিণ করেছে।
একই সাথে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধের প্রবনতা জিরো টলারেন্সে আনায়নের লক্ষে থানা পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে।