নিজস্ব প্রতিনিধিঃ
শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে মহড়া দেয়া হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে ।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, তফসিল ঘোষণাকে ঘিরে সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করা ও থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে থানার অফিসার ও ফোর্সের সমন্বিত মহড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করেছে। এতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খায়রুল আলম, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোঃ রোকন উদ্দিনসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। নাশকতা সহ যেকোনো অপরাধ নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।