রুহুল আমিন খাঁন স্বপন; ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রার্থীদের প্রচারনা শুরু হয়েছে। সম্প্রতি সময়ে নির্বাচনের মাঠে আলোড়ন সৃষ্টি করছে উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান ও ফরিদগঞ্জ আসন থেকে জনপ্রিয় প্রার্থী অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া মহল্লায় প্রচারনা শুরু করেছেন নেতাকর্মীরা।
প্রতিটি ইউনিয়নের ন্যায় পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের যুবলীগ নেতা স্বপন’র নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে জাহিদুল ইসলাম রোমান’র প্রচারনা শুরু স্থানীয় নেতাকর্মীদের নজর কেড়েছে।
স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয়দের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রতিদিনই সকাল সন্ধ্যা পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লায় চায়ের আড্ডায় যুবলীগনেতা স্বপনের নেতৃত্বে প্রচারনা চলছে।
এ প্রতিবেদকের সাথে কথা হলে যুবলীগ নেতা স্বপন বলেন, আমি ছাত্ররাজনীতি থেকেই অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান ভাইয়ের আদর স্নেহে বড় হয়েছি।
দলমত নির্বিশেষে ফরিদগঞ্জ আসনে জাহিদুল ইসলামরোমান ভাইয়ের বিকল্প প্রার্থী দেখছিনা। তাই রোমান ভাইয়ের সালাম প্রতিটি মানুষের কানে পোঁছে দেয়ার চেষ্টা করছি।