শাহরাস্তিতে বিশেষ ক্ষমতা আইনে এক শ্রমিকদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলার পূর্ব উপলতা গ্রামের মৃত অলি মিয়ার পুত্র মোঃ ওয়াসিমকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। তিনি পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ও জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments Box