মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা ২০২৩ সম্পন্ন হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার সকলে শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রথমবারের মত দিনব্যাপী উপজেলার ৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা কার্যক্রম শুরু হয়।
পরীক্ষার কেন্দ্র হলো বিয়াম ল্যাবরেটরি স্কুল (উপজেলা সদর), চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং খিলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আয়োজক সূত্রে জানা যায় স্বচ্ছ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয় শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের এ বৃত্তি পরীক্ষা। বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর ১হাজার ১শত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন এর উদ্যোক্তা ও পরীক্ষার সদস্য সচিব বিজয় লাল দে, পরীক্ষা সুন্দর ও স্বচ্ছ হওয়া অভিভাবক ও সংশ্লিষ্ট। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
বিশেষ সহযোগিতায় ছিলেন মোঃ আব্দুর রহিম। সার্বিক তত্বাবধানে ছিলেন শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনে উদ্যোক্তা মোঃ মোতাহের হোসেন, আলা উদ্দিন, মোঃ কামাল হোসেন, জয় লাল দে, শাহ ইমরান হোসেন, মোঃ হারুনুর রশিদ শেখ, হোসাইন আহমেদসহ ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ।
শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বচ্ছ ও সুন্দর ভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আয়োজক কর্তৃপক্ষ সকল অভিভাবক, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে সকলকে সাথে নিয়ে থাকার বিনম্র অনুরোধ করেছেন।