ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি:
বিএনপির ডাকা চলমান ২ দিনের অবরোধের সমর্থনে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
রবিবার (৫ নভেম্বর) উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর নের্তৃত্বে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ উপজেলাধীন বেইলী ব্রীজ এলাকায় ওই মিছিল শেষে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন যুবদলের নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণকারীরা বর্তমান সরকারকে অবৈধ সরকার হিসেবে আখ্যায়িত করে শেখ হাসিনার সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায় ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান চৌধুরী, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেনসহ আটককৃত বিএনপির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে বলে জানিয়েছে। দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি চলবে বলে জানিয়েছে যুবদলের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা বাজার, গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজার এলাকায় সড়কে অবরোধ কর্মসূচি পালন করে যুবদলের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খাঁন, যুবদল নেতা রুবেল হোসেন প্রকাশে ভাগিনা রুবেল,পৌর যুবদলনেতা সোহাগ পাটওয়ারীসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা অবরোধ সফল করার লক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।