মো.শাহ আলম ভূঁইয়াঃ
প্রত্যেক মুসলমানকে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি লাভের জন্য মহান আল্লাহ তায়ালার হুকুম-আদেশ-নিষেধ মেনে চলতে হবে।
হযরত মুহাম্মদ সাঃ এর দেখানো সঠিক পথ অনুসরণ করে আমাদেরকে ইসলামের দাওয়াত ও প্রচারে নিয়োজিত থাকতে হবে। প্রত্যেক মুসলমানকে নিজ দায়িত্বে মহাগ্রন্থ আল কুরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তবেই কোরআনের আলোয় সমাজ আলোকিত হবে। শুধু দুনিয়ার পিছনে ছুটলে চলবে না। দুনিয়াদারীর পাশাপাশি আখেরাতের কল্যাণে সবাইকে কাজ করার আহবান জানান দারুল কারিম আল-ইসলামিয়া মাদ্রাসা।
প্রতিবারের ন্যায় এবারো আত্মশুদ্ধির আঙ্গিনা দারুল কারিম আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা পশ্চিম বাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় বার্ষিক দ্বীনি মাহফিল।
আগামী ৪ঠা নভেম্বর,২০২৩খ্রি:,রোজ: শনিবার বাদ যোহর হতে দারুল কারিম আল ইসলামিয়া মাদ্রাসার পশ্চিম পাশে মাঠে ২য় বার্ষিক দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হবে।
দ্বীনি মাহফিল সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাহফিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে মাহফিলে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহিরুল হক সাহেবের সভাপতিত্বে, দারুল কারিম আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা সাব্বির আহমদ ওসমানী এর সঞ্চালনায় উক্ত মাহফিলে দেশ বরেণ্য অনেক খ্যাতিমান মুফাসসিরগণ তাফসির পেশ করবেন।
অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা সাব্বির আহমদ ওসমানী মাহফিলের জন্য দু’আ চেয়ে বলেন, সকলে দোয়া করবেন এই মাহফিল যেনো মুসলমানদের আত্মার খোরাক হতে পারে এবং দ্বীনের খেদমত হিসেবে কবুল হয়।
এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে পরিবর্তন সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামি সংগীত ও নাশিদ পরিবেশন করবেন।