দেশ ব্যাপী বিএনপি জামায়াত হামলা চালিয়ে পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা ও অবরোধের নামে অগ্নিসংযোগ নৈরাজ্যের প্রতিবাদে শাহরাস্তি পৌরসভা আওয়ামী যুবলীগের উদ্যেগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বলেন, সরকার বিরোধী অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে না। দেশ বিরোধী সকল কর্মসূচি রাজপথে থেকে মোকাবেলা করবে যুবলীগ। মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম আবারো নৌকা নিয়ে এসে বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন করবেন। সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কালিয়াপাড়া, মেহার রেলস্টেশন হয়ে দোয়াভাঙ্গায় এসে শেষ হয়।
পৌর যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে কাউন্সিলর তুষার চৌধুরী রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষক লীগের লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন জনী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি। উপস্থিত ছিলেন, কাউন্সিলর সাহাব উদ্দিন, যুবলীগের নেতা প্রভাংশ বিমল দাস সুমন, রফিকুল ইসলাম রায়হান, ছাত্রলীগ নেতা ইমরান মনির, পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ সহিদুল ইসলাম মজুমদার। এছাড়া পৌর যুবলীগের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ, শ্রমীক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।