কৃষির উপর সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, আমরা কৃষকদের আপন করে নিয়েছি
~মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম
শাহরাস্তিতে কৃষকদের মাঝে রবি কৃষি প্রনোদনার উদ্বোধন করেছেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
১ নভেম্বর সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, মানব জাতির কল্যাণে আমাদেরকে কৃষি খাত বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কৃষি উৎপাদন ঠিক থাকলে বৈশ্বিক সমস্যায় পড়তে হবে না। একসময়ে সারের জন্য আন্দোলন করতে হয়েছে। এখন সরকার বিনামূল্যে সার বীজ দিচ্ছে। আমরা কৃষকদের আপন করে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ক্ষাতে বিপ্লবিক পরিবর্তন এনেছেন। আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করবো। কৃষক ভালো থাকলে আমরা ভালো থাকবো। কৃষির ওপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ডাকাতিয়া নদী খনন করা হয়েছে, এখন কৃষি উৎপাদনের জন্য সব সময় পানি পাওয়া যাবে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুল আমীন, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিন প্রমুখ।
শাহরাস্তি উপজেলার ৭২০ জন কৃষক এবছর রবি কৃষি প্রনোদনা পাচ্ছেন।