যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তোলা হবে
~ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম
শাহরাস্তিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শাহরাস্তি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট যুব সমৃদ্ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিবাধ্য বিষয়টি সামনে রেখে আজ পালিত হচ্ছে জাতীয় যুব দিবস।
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে যুবদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। আমাদের দেশে মূল শক্তি যুবসমাজ। যুব সমাজকে প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলতে হবে। আগ্রহীদের প্রতিষ্ঠান গড়ে তুলতে সহযোগিতা করা হবে। যুবকদের মধ্যে উন্নত মন মানসিকতা তৈরি করতে হবে। যুবকদের মাঝে আরো কয়েক গুন সুযোগ সুবিধা বাড়াতে হবে তাহলে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। যুবসমাজের উপর রাষ্ট্র নির্ভর করে। আমরা তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে আমরা এগিয়ে যেতে পারবো। দ্বাদশ নির্বাচনের পর আমরা এবিষয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিবো। আমাদের যুবকরাই বৈদেশিক মুদ্রা অর্জন করার ফলে আমাদের অর্থনীতি সচল রয়েছে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদের সভাপতিত্বে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এটিএম তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুল আমীন, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিন প্রমুখ।
সভা শেষে যুবদের হাতে চেক ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।
Facebook Comments Box