
সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর প্রতিনিধিঃ
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বিএনপি জামাতের শিবিরের আক্রমণে আহত হয়েছেন ফরিদগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মহিলা বিষয় কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান ডাঃ বদরুন নাহার ভূঁইয়া।
২৮ অক্টোবর শনিবার দুপুর একটার দিকে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে সমাবেশস্থলে যান চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ বদরুন নাহার ভূঁইয়া।
সমাবেশ শেষে বিএনপির অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে যোগ দিয়েছেন। এছাড়াও উপস্থিত ছিলেন লাখো নেতাকর্মী।
ডাঃ বদরুন নাহার ভূঁইয়া দীর্ঘদিন ধরে রাজনীতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি সুস্থতা কামনায় সকল সহকর্মী, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন, বন্ধুমহলসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।