সেন অপু চৌধুরী, চাঁদপুর প্রতিনিধিঃ
গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এই দাবি জানান।
মানববন্ধনে আইডিইবি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবীরা এ দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছেন। তারা কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং জনগণের নিকট দায়বদ্ধ। এরপরও কেন ২৮ অক্টোবর বিনা উস্কানিতে বিএনপির মহাসমাবেশ থেকে আইডিইবি সদর দপ্তরকে টার্গেট করে ব্যাপক ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তা বিএনপি নেতাদের পরিষ্কার করতে হবে।
তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রাজনৈতিক দলের রয়েছে৷ তবে কোনো পেশাজীবী সংগঠনের দপ্তর, সরকারি-বেসরকারি স্থাপনা কিংবা জনগণের জানমাল ধ্বংস করার অধিকার রাজনৈতিক দল বা দুষ্কৃতিকারীদের থাকতে পারে না।
আইডিইবি ভবনে সন্ত্রাস, ভাঙচুর ও অগ্নিসংযোগের দায় মহাসমাবেশ আহ্বানকারী দল এড়াতে পারে না বলে জানান ডিপ্লোমা প্রকৌশলীরা। এ জন্য তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার সভাপতি ওয়াহিদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলি নূরের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি স্বপন কুমার সাহা, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল মুক্তাদির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) আইডিইবির পক্ষ থেকে দেশের প্রতিটি জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে বলে জানানো হয়।