ঢাকা , মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
শিরোনাম:
শাহরাস্তি থানার গৌরবময় অর্জন: অভিন্ন মানদণ্ডে চার বিভাগে পুরস্কার পেলেন কর্মকর্তারা চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ১২৯৫ পিস ইয়াবা ও ৪৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করে? ১৯৪১ ও ২০২৫ সালের আয়নায় বিশ্ব শাহরাস্তিতে রাগৈ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ: ফজরের নামাজ, দৌড় আর স্বাস্থ্যকর নাশতায় নতুন সকালের সূচনা ন্যায়বিচারের অপেক্ষায় শাওনের পরিবার: শাহরাস্তির কিশোর হত্যা মামলার তদন্তে পিবিআই শাহরাস্তিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী শাহরাস্তিতে গ্যারেজের তালা ভেঙে এক রাতে তিনটি অটোরিকশা চুরি: অজ্ঞাত চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ রশিদপুর একতা বন্ধনের মানবিক উদ্যোগ: সড়ক দুর্ঘটনায় আহত যুবককে আর্থিক সহায়তা শাহরাস্তিতে গাছে উস্কানিমূলক স্টিকার: জামায়াতের নাম ব্যবহার করে রাজনৈতিক উত্তেজনা তৈরির অভিযোগ ছুটি শেষে কর্মস্থলে ফেরা: শাহরাস্তিতে যাত্রীদের উপচে পড়া ভিড়

আইডিইবি ভবন ভাঙচুর অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন

সেন অপু চৌধুরী, চাঁদপুর প্রতিনিধিঃ

গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এই দাবি জানান।

মানববন্ধনে আইডিইবি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবীরা এ দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছেন। তারা কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং জনগণের নিকট দায়বদ্ধ। এরপরও কেন ২৮ অক্টোবর বিনা উস্কানিতে বিএনপির মহাসমাবেশ থেকে আইডিইবি সদর দপ্তরকে টার্গেট করে ব্যাপক ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তা বিএনপি নেতাদের পরিষ্কার করতে হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রাজনৈতিক দলের রয়েছে৷ তবে কোনো পেশাজীবী সংগঠনের দপ্তর, সরকারি-বেসরকারি স্থাপনা কিংবা জনগণের জানমাল ধ্বংস করার অধিকার রাজনৈতিক দল বা দুষ্কৃতিকারীদের থাকতে পারে না।

আইডিইবি ভবনে সন্ত্রাস, ভাঙচুর ও অগ্নিসংযোগের দায় মহাসমাবেশ আহ্বানকারী দল এড়াতে পারে না বলে জানান ডিপ্লোমা প্রকৌশলীরা। এ জন্য তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার সভাপতি ওয়াহিদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলি নূরের     পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি স্বপন কুমার সাহা, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ,  প্রচার সম্পাদক আব্দুল মুক্তাদির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) আইডিইবির পক্ষ থেকে দেশের প্রতিটি জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে বলে জানানো হয়।

Facebook Comments Box
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তি থানার গৌরবময় অর্জন: অভিন্ন মানদণ্ডে চার বিভাগে পুরস্কার পেলেন কর্মকর্তারা

আইডিইবি ভবন ভাঙচুর অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন

Update Time : ০৪:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

সেন অপু চৌধুরী, চাঁদপুর প্রতিনিধিঃ

গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এই দাবি জানান।

মানববন্ধনে আইডিইবি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবীরা এ দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছেন। তারা কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং জনগণের নিকট দায়বদ্ধ। এরপরও কেন ২৮ অক্টোবর বিনা উস্কানিতে বিএনপির মহাসমাবেশ থেকে আইডিইবি সদর দপ্তরকে টার্গেট করে ব্যাপক ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তা বিএনপি নেতাদের পরিষ্কার করতে হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রাজনৈতিক দলের রয়েছে৷ তবে কোনো পেশাজীবী সংগঠনের দপ্তর, সরকারি-বেসরকারি স্থাপনা কিংবা জনগণের জানমাল ধ্বংস করার অধিকার রাজনৈতিক দল বা দুষ্কৃতিকারীদের থাকতে পারে না।

আইডিইবি ভবনে সন্ত্রাস, ভাঙচুর ও অগ্নিসংযোগের দায় মহাসমাবেশ আহ্বানকারী দল এড়াতে পারে না বলে জানান ডিপ্লোমা প্রকৌশলীরা। এ জন্য তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার সভাপতি ওয়াহিদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলি নূরের     পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি স্বপন কুমার সাহা, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ,  প্রচার সম্পাদক আব্দুল মুক্তাদির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) আইডিইবির পক্ষ থেকে দেশের প্রতিটি জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে বলে জানানো হয়।

Facebook Comments Box