রুহুল আমিন খাঁন স্বপন ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
নাশকতা মামলায় ফরিদগঞ্জে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ২৯ অক্টোবর রোববার রাতে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আঃ খালেক পাটওয়ারী(৫০), পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী(৪৮), পিংকু (৪৮), ইমরান হোসেন (৩৫), মোস্তফা (৫০), রাশেদ (৩৫) এবং ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় ছাত্রদল নেতা মহিউদ্দিন ভূঁইয়া মহিন (২৯) কে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি কর্তৃক সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলাকালে বিএনপির নেতাকর্মীরা ফরিদগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য, যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করার অপরাধে ০৭ জন আসামীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, বিএনপির নাশকতা ও জনগনের জান মাল রক্ষায় ৭ জনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।