সরকারের এই শেষ সময় স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের এবং বেগম খালেদা জিয়া মুক্তির দাবি আদায়ে ২৮ অক্টোবর দুপুরে ঢাকায় বিএনপি আয়োজিত মহাসমাবেশে সফল করার লক্ষে প্রস্ততি সভা করেছে শাহরাস্তি পৌর বিএনপি ও সকল সহযোগী অঙ্গ- সংগঠন।
বৃহস্পতিবার (২৬ অক্টোব) বিকেলে মেহেরে একটি হোটেলে আয়োজিত প্রস্তুতি সভায় শাহরাস্তি পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের সি.এ’র সভাপত্বিতে এই প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপি’র সহ সভাপতি সফিক মেম্বার, মনিরুজ্জামান, সফিউল্লাহ কমিশনার, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজী, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুর রহমান, সদস্য সচিব আবুল হায়দার, পৌর ছাত্রদল আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল, পৌর শ্রমিক দল নেতা তৈয়ব আলী, ইসমাঈল, পৌর মৎস্যজীবি দলের সভাপতি আমির গাজী, বেলায়েত সুমন, শাহাদাত, জিলানী প্রমুখ।
এ সময় পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের উপস্থিত নেতা- কর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকার মামলা ও হামলার মাধ্যমে বিএনপিকে কোণঠাসা করতে চায়। আমরা জিয়ার আদর্শের সৈনিক, এসব মামলা ও হামলার ভয় আমরা পাই না। সরকারকে উৎখাত করতে ও বেগম জিয়াকে মুক্তি করতে আমরা ২৮ তারিখের মহাসমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবো।
শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজী বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। তারা বুজতে পেরেছে আর বেশী দিন টিকে থাকতে পারবেনা। তাই শেষ সময়ে এসে তারা হামলা,মামলা, গ্রেফতার করে বিএনপির নেতা-কর্মীদের ভয় দেখিয়ে দমন করতে চাইছে। এতে ভয় না পেয়ে ২৮ অক্টোবর ঢাকায় মহা সমাবেশ সফল করতে সকল কে গ্রেফতার এড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহন করার কথা বলেন।