চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র ঢালিবাড়ি সংলগ্ন বালুর মাঠ নিজমেহার ইয়াং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন, জাহিদুল ইসলাম দিপু, প্রতিষ্ঠাতা ও পরিচালক, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উঘারিয়া ও সম্মানিত শুভাকাঙ্খী, নিজমেহার ইয়াং স্টার ক্লাব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন মিয়াজি, সম্মানিত উপদেষ্টা, নিজমেহার ইয়াং স্টার ক্লাব।
অনুষ্টানটি সঞ্চালনা করেন নিজমেহার ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ মহিন উদ্দিন, সম্মানিত উপদেষ্টা, নিজমেহার ইয়াং স্টার ক্লাব, মোঃ মিজানুর রহমান, কাউন্সিলর, ০৮ নং ওয়ার্ড, শাহরাস্তি পৌরসভা, মোঃ শফিউল্লাহ মিয়াজি, সম্মানিত উপদেষ্টা, নিজমেহার ইয়াং স্টার ক্লাব, কামরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামিলীগ, ০৮ নং ওয়ার্ড, শাহরাস্তি পৌরসভা, আবুল হায়দার, এসটি টিপু সুলতান প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ফারুক হোসেন মিয়াজী বলেন, মাদকের কালো থাবা থেকে সমাজকে মুক্ত করতে খেলাধূলার বিকল্প কিছু নাই। শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী বালুর মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, আমি গত কয়েক বছর ধরে এই মাঠে খেলা পরিচালনা করে যাচ্ছি। যুব সমাজ মাদকমুক্ত রাখতে খেলাধূলার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছি।