“আসুন সবাই মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিয়াপাড়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ৩য় আসরের শুভ উদ্ভোধন হলো আজ।
২৪ অক্টোবর, রোজ মঙ্গলবার, বিকাল ৩ ঘটিকায় সুয়াপাড়া জি.কে মাধ্যামিক বিদ্যালয় মাঠে অনুষ্টানটির সঞ্চালনা করেন শাহরাস্তি পৌর ছাত্রলীগ নেতা মোঃ আবু সাঈদ।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান মো: কামরুজ্জামান মিন্টু এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সৈিকুর রহমান (সিআইপি)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, টামটা দক্ষিণ ইউনিয়নের চেয়্যারম্যান, মো: জহিরুল আলম ভূঁইয়া (মানিক), মোঃ আলমগীর কবির মজুমদার (পলাশ)
অনু্ষ্ঠানটির সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু বলেন, মাদকের কালো থাবা থেকে সমাজকে মুক্ত করতে খেলাধূলার বিকল্প কিছু নাই। যুব সমাজ মাদকমুক্ত রাখতে খেলাধূলার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছি।