ছোট্ট এই কোমলমতি শিশুর খোলা চিঠিটি নিম্নে তুলে ধরা হলো।
” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
আসসলামু আলাইকুম
আমি সিদরাতুল মুনতাহা আদিরা। আমি ২য় শ্রেণীর ছাত্রী, আমার রোল-২, বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁদপুর সদর, চাঁদপুর। আমার বাবা এডভোকেট সেলিম মিয়া আপনার দলের একজন সদস্য। আমাদের পরিবারের দাদা দাদী, কাকা, কাকী আমার নানা, নানা সকলে বা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে। আমি আপনার সাথে দেখা করতে চাই। এর আগেও আপনার কাছে চিঠি লিখেছিলাম। আপনার সাথে দেখা করার সুযোগ পাইনি। আপনাকে সরাসরি দেখার আমার অনেক ইচ্ছা রয়েছে, আপনি তো আমার মতো ছোট শিশুদেরকে অনেক ভালোবাসেন। আমি টিভিতে দেখেছি আপনি ফিলিস্তিনের মানুষের পক্ষে কথা বলেছেন। আপনি পৃথিবীর অন্য দেশ গুলোর সাথে কথা বলে ফিলিস্তিনের মানুষদের বাঁচানোর চেষ্টা করুন। আপনি যেমন আমাদের সুন্দরভাবে বাঁচার অধিকার দিয়েছেন, ঠিক তেমনি ফিলিস্তিনের বাচ্চাদের কে বাঁচান। আপনার সুস্বাস্থ্য কামনা করি।”
ইতিঃ সিদরাতুল মুনতাহা আদিরা।