চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহরাস্তি পৌরসভার নোয়াগাঁ ড্রিম টিম ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্ভোধন হলো আজ।
নোয়াগাঁ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজী।
অনুষ্টানটি সঞ্চালনা করেন কালীবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ফারুক হোসেন মিয়াজী জানান, মাদকের কালো থাবা থেকে সমাজকে মুক্ত করতে খেলাধূলার বিকল্প কিছু নাই। শাহরাস্তি পৌরসভার ১২ নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। যুব সমাজ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার প্রতি আসক্ত হোক, এটাই এই খেলার আয়োজনের মূল উদ্দেশ্য।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহারাস্তি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হেলাল মিয়াজী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মিয়াজী, পৌরসভা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, যুগ্ন আহ্বায়ক মোঃ মহসিন হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজারুল ইসলাম জুয়েল, ছাত্র নেতা শাহাদাত, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ এসটি টিপু সুলতান, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা রুবেল হোসেন প্রমুখ।