চাঁদপুরের শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামে ‘‘কদমতলী বাইতুন নূর জামে মসজিদের’’ শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাদ আসর দোয়া, মুনাজাত ও আলোচনা সভার মাধ্যমে এ মসজিদের আনুষ্ঠানিক কার্যাক্রম শুরু করা হয়।
এতে উপস্থিত ছিলেন, মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ জাবেদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মাইনুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ রেজাউল হক, ইউপি সদস্য মহিন উদ্দিন রাজু, শাহরাস্তি রেল স্টেশন জামে মসজিদের খতিব মোহাম্মদ জাকারিয়া, সাবেক খতিব ফজলুর রহমান আনসারী সহ এলাকার সাধারণ মুসল্লীগণ।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ রেজাউল হক বলেন, আমাদের গ্রামটি মুসলিম অধ্যুষিত গ্রাম। দীর্ঘ বছর ধরে এলাকার সাধারণ মানুষ প্রায় ২ কিলোমিটার দূরে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ, জুম্মার নামাজ ও সন্তানদের ধর্মীয় শিক্ষা (মোক্তব) গ্রহনের জন্য কষ্ট করতে হয়েছে। এলাকার মানুষের কষ্ট ও দূর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে নিজ গ্রামে একটি মসজিদ নির্মানের জন্য চেষ্টা করে যাচ্ছি। সকলের প্রচেষ্টায় আজ সেটি সম্ভব হয়েছে। মসজিদের জন্য আমার মা মরহুম ফজলুল হক মাস্টারের সহধর্মীনি শাহনারা বেগম ১৮ শতক ও পাশ্ববর্তী আনন্দপুর গ্রামের বুজরত আলীর পুত্র আবদুল ছাত্তার ৬ শতক ভূমি দান করেছেন। এ ২৪ শতক সম্পত্তির মধ্যে স্বল্প পরিসরে আমরা মসজিদটি নির্মাণ করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছি। পরবর্তীতে এটিকে আরো বড় পরিসরে নির্মানের প্রচেষ্টা অব্যাহত থাকবে।