চাঁদপুরের শাহরাস্তি থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন মো. আলমগীর হোসেন। মঙ্গলবার তিনি যোগদান করেন। পূর্বে তিনি ফেনী মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
আলমগীর হোসেন ১৯৯৮ সালে সাব-ইন্সপেক্টর পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১০ সালে ফেনী মডেল থানায় থাকাকালীন সময়ে ইন্সপেক্টর পদোন্নতি নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানার ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। পরে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানা, পতেঙ্গা থানা, বাঁশখালী থানা, মহেশখালী ও কুমিল্লার দাউদকান্দি থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। আলমগীর হোসেন লক্ষ্মীপুর সদর থানার অধিবাসী।
নতুন ওসি শাহরাস্তি উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Facebook Comments Box