চাঁদপুরের শাহরাস্তিতে গোয়াল ঘরে অগ্নিকান্ডে ঝলসে গেলো গরুর বাছুরের শরীর। শনিবার ৩০ সেপ্টেম্বর ভোর বেলায় উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দাদিয়াপাড়া বেপারী বাড়িতে এমন জঘন্যতম ঘটনাটি ঘটেছে।
এই ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সামছুন্নাহার বেগম জানান, আমার স্বামী বিগত ২০১৪ সালে মৃত্যুবরণ করে। তারপর হইতে আমি আমার সন্তানদের নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করিয়া আসিতেছি। বাড়ীতে আমি ১টি গাভী ও ১টি ষাঁড় বাছুর পালন করে আসছি। গত ৩০সেপ্টেম্বর ভোর অনুমান ৫ টার সময় দুষ্কৃতিকারীরা গোয়াল ঘরে অগ্নিকান্ড ঘটিয়েছে।
আমি নামাজ পড়া শেষে সকাল অনুমান সাড়ে ৫ টার সময় আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে আমি কোরআন শিক্ষা দেওয়া কালে পাশের ঘরের আমার জ্যা রুনা বেগম চিৎকার দিয়ে বলে আমার গোয়াল ঘরে আগুন লাগছে। তখন আমি ও আমার মেয়ে গোয়াল ঘরে গিয়ে গরু ছেড়ে আগুন নিভাই। আগুনে ষাঁড়ের বাছুরের পেটের একাংশ ও রানের একাংশ পুড়ে ঝলসে যায়। ঘটনার বিষয়টি আমি ওয়ার্ড মেম্বার সহ বাড়ীর লোকজনকে জানাইলে তারা ঘটনার বিষয়টি দেখে। তাৎক্ষনিক পশু ডাক্তার আঃ মালেককে বাড়ীতে এনে আগুনে পুড়ে যাওয়া গরুর চিকিৎসা করি। দুষ্কৃতকারীরা গোয়াল ঘরে আগুন দিয়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এই ব্যাপার আমি শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
Facebook Comments Box