জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শাহরাস্তি উপজেলা সাধারণ সম্পাদক পদপ্রার্থী জামান মিঠুর নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই খাবার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, শাহরাস্তি পৌরসভা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ এনামুল হক কমল প্রমুখসহ আরও অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাদ এশা শাহরাস্তি মাজারের পাশে অবস্থিত মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ।