স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম শহরের বাকলীয়া থানাধীন চর চাক্তাই শাহ আমানত সেতু এলাকায় হানিফ পরিবহনে কক্সবাজার থেকে শাহরাস্তি, চাঁদপুর পাচারকালে আসামী সোহরাব হোসেন (৩৫)কে ৪৩৮০ (চার হাজার তিনশত আশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্রগ্রাম মেট্রো উত্তরের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন (৩৫) (গ্রেফতার), পিতাঃ বেলায়েত হোসেন, মাতাঃ রোকেয়া বেগম, স্ত্রীঃ মোসাঃ শারমিন আক্তার, সাংঃ দেবকরা (চাঁদ গাজী বাড়ী), ওয়ার্ড নং-০৭, মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদ, পোস্ট অফিসঃ দেবকরা-৩৬২০, থানাঃ শাহরাস্তি, জেলাঃ চাঁদপুর। এই তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার।
উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, ব্রজলাল চাকমা এর নেতৃত্বে একটি টিম বিকাল প্রায় ০৩ ঘটিকায় চট্টগ্রাম শহরের বাকলীয়া থানাধীন চর চাক্তাই শাহ আমানত সেতু এলাকায় আসামী সোহরাব হোসেন (৩৫) কে ৪,৩৮০ পিস ইয়াবা ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তিনি নিজেকে একজন ইউনিয়ন পরিষদ মেম্বার বলে জানান।