চাঁদপুরের শাহরাস্তির সূয়াপাড়া জি. কে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের নিয়মিত সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদ হোসেন।
তিনি বলেন, মাদক একটি সুন্দর জীবন, একটি পরিবার এবং সমাজ ধ্বংসের হাতিয়ার। এ থেকে তোমাদের দূরে থাকতে হবে। তোমরা কখনোই চাইবে না তোমাদের অনাগত উজ্জ্বল ভবিষ্যৎ এই মাদকের কবলে ধ্বংস হয়ে যাক। বর্তমানে মাদকের চেয়েও ভয়াবহ আসক্তি হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইল ফোনের কারণে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে সকল বয়সের মানুষ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। তোমরা নিজেদের মোবাইলের অপব্যবহার এবং আসক্তি থেকে দূরে সরিয়ে রাখলে ভবিষ্যতে একটি সুন্দর জীবন গঠন করতে পারবে। এছাড়া আমাদের সমাজে ইভটিজিং ও বাল্য বিবাহের প্রবনতা রয়েছে। তোমাদের এসকল সামাজিক অবক্ষয় প্রতিরোধে কাজ করতে হবে। আগে নিজেকে সচেতন হতে হবে। তারপর পরিবার ও সমাজের মানুষদের সচেতন করতে হবে। আমরা প্রতিটি মানুষ নিজেদের অবস্থান থেকে এসকল সামাজিক ব্যাধি প্রতিরোধে ভূমিকা রাখলে ভবিষ্যতে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠা সহজ হবে। যা দেশের সামগ্রিক পরিবর্তন ও উন্নয়নে ভূমিকা রাখবে। তোমরা শিক্ষা জীবনে থেকেই নিজেকে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে এই প্রত্যাশা করি।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন, থানার উপপরিদর্শক (এস আই) মোঃ রোকন উদ্দিন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সদস্য, সম্মানিত অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও ৮ থেকে ৯ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।