চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক বাজারে গভীর রাতে আগুন লেগে ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৩ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ১৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় অগ্নিকান্ড স্থল পরিদর্শন করলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পাওয়ার সেল এর মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, সূচীপাড়া উ. ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন মিয়াজি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হুমায়ূন কবির হিরো, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন জুয়েল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হোসেন মীর, নেছার পাটওয়ারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাসেল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফজলুল হক বাবু, উপজেলা ছাত্রলীগে সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রকি, পৌর ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হায়দার, উপজেলা যুবলীগ নেতা পিযুষ মজুমদার, আওয়ামী লীগ নেতা জাকির হাজারী সহ উপজেলা ও ইউনিয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।
বেলা ১২:৩০ মিনিটে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মফিজুল ইসলাম মজুমদার এর কবর জিয়ারত করেন এবং পরিবারের খোঁজ খবর নেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।