চাঁদপুর কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামে ৮ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তাদেরকে জুয়া আইনে ৪ ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে কচুয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন-নূরপুর গ্রামের রফিকুল ইসলাম (২৬), কবির হোসেন (৫২), রিপন (২৭), সাইফুল ইসলাম (২৫), রাজু (৩৩), দিদার হোসেন (২০), আবুল কালাম (৪৭) ও মো: দেলোয়ার হোসেন (৩৮)। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে কচুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: দেলোয়ার হোসেন সহ ৪ চৌকস এসআই সঙ্গীয় ফোর্স নিয়ে ঝটিকা অভিযান চালিয়ে নূরপুর গ্রামের হাজী বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানান, গ্রেফতারকৃতরা মাদক সেবন থেকে শুরু করে জুয়া, নারীদেরকে ইভটিজিং সহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকায় অতিষ্ট হয়ে পড়ে গ্রামবাসী। তাদের গ্রেফতারে গ্রামের নারী পুরুষ স্বস্তির নি:শ্বাস ফেলে।