চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক গ্রামে গড়ে ওঠা আদর্শ এক বিদ্যাপীঠ ‘শোরশাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
জাতীয় শিক্ষা পদক ২০২৩ বাছাই কমিটি শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ‘শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়’কে উপজেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে বাচাই শেষে ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার।
শিশুদের শিক্ষার জন্য বই-পুস্তক ও শিক্ষাগুরুর পাশাপাশি কোন পরিবেশে তারা পড়াশোনা করছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি এক অভাবনীয় আদর্শ বিদ্যালয়ের নাম শোরশাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন এটি বারবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয় তার অন্যতম কারণ বিদ্যালয়টির মানসম্মত শিক্ষার পরিবেশ ও দক্ষ শিক্ষক/শিক্ষিকার অক্লান্ত পরিশ্রম।
বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। “মান সম্মত শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা ” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্টানটি প্রতি বছর শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগে যথেষ্ট সুনাম অর্জন করছে।
২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলায় সর্বাধিক বৃত্তি পেয়ে আলাদা নজর কেড়েছে বিদ্যাপীঠটি। তাছাড়া বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রা:বি: টুর্নামেন্টে জেলা ও বিভাগে বার বার কৃতিত্বের পরিচয় দিয়েছে। জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক ও শ্রেষ্ট জয়ীতা হয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাজমা আক্তারের অগ্রণী ভূমিকায় বিদ্যালয়টি ২০২২ সালে চাঁদপুর জেলাতেও শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত হয়।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, এই অর্জন শুধু বিদ্যালয়ের একার নয়, বরং পুরো শোরশাক গ্রামের অর্জন। বিদ্যালয়টির সভাপতি, অভিভাবক সদস্য, শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় শিক্ষানুরাগী, প্রাক্তন শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার জন্য আজ বিদ্যালয়টি এত দূর এগিয়ে যাচ্ছে। তিনি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি মাননীয় জেলা এবং উপজেলা পর্যায় সকল সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।