চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র কালীবাড়ি মাঠে শাহরাস্তি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের(১ম আসর) উদ্বোধনী ম্যাচের পর্দা উঠছে আজ।
উক্ত ম্যাচে উদ্বোধনী দল হিসেবে অংশগ্রহণ করে রহিমানগর ক্রীড়া সংঘ ও গন্তব্যপুর একাদশ। এ সময় খেলোয়াড়দের নৈপুণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন শত শত ক্রীড়াপ্রেমী দর্শক।
শাহরাস্তি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা শাখাওয়াত হোসেন শাকিব জানান , মাদকদ্রব্য থেকে সমাজ এবং সমাজের মানুষদের দূরে রাখার জন্য এই টূর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।
তিনি আরো জানান, শাহরাস্তির প্রাণকেন্দ্র কালিবাড়ি, এই কালিবাড়ীর ঐতিহ্যবাহী মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, আমি গত ৪/৫ বছর ধরে এই মাঠে খেলা পরিচালনা করে যাচ্ছি এই মাঠের ঐতিহ্য ধরে রাখার জন্য।
উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র মো মিজানুর রহমান মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী নিয়ামুল করিম জসিম, পৌরসভা যুবলীগের আহ্বায়ক রেজায়ুল করিম বাবুল, ক্রীড়াপ্রেমী মো সৈয়দ মোল্লা, সরোয়ার মিয়াজী, আজগর মোল্লা, ফরিদ মোল্লা,আবুল খায়ের, তুষার মোল্লা সহ আরো অনেকেই।