শাহরাস্তিতে জম্মষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শ্রী শ্রী গোপাল জিউড় আখড়া থেকে শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বাংলাদেশ জম্মষ্টমী উদযাপন পরিষদ শাহরাস্তি উপজেলা শাখা আয়োজিত জন্ম জন্মষ্টমীর বর্ণাঢ্য র্যালীর পিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী,স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উত্তম। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ। হারাধন চন্দ্রসহ হিন্দু ধর্মের অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, পৌর সাবেক মেয়র মোশারেফ হোসেন মশু পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনসহ সনাতন ধর্মাবলম্বীদের উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box