মোঃ জামাল হোসেনঃ
“শিশু পুরস্কার প্রতিযোগিতা (২০২২ খ্রি:)”এ জাতীয় ও বিভাগীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষা ২০২৩ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফিসারীজ এন্ড মেরিন সায়েন্স,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ডঃ আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যোবেদা মতিন গার্লস স্কুলের প্রিন্সিপাল ডঃ মোঃ মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফারুক হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন। সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালন এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপন নাথ চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, এডভোকেট ইমরান হোসেন, মোঃ জাকির হোসেন, আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন শাধু, অভিভাবক সদস্য আবু জাফর, জাকির হোসেন নয়ন, শের মোহাম্মদ, শফিকুর রহমান, নাছিম আক্তার, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, মোঃ কামরুজ্জামান।
আয়োজক সূত্রে জানা যায়, জাতীয় ও বিভাগীয় পর্যায়ে শারা হাবিব, নূর মোহাম্মদ মনজুরুল কবির,সামিয়া হোসাইন ৩জনসহ ১শত ৪২জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা বলেন গুণগতমান শিক্ষা অর্জন করলে সরকারের এবং দেশ-বিদেশে বিভিন্ন স্থানে তোমরাই নেতৃত্বে দিতে পারবে।