রুহুল আমিন খাঁন স্বপন; ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী বাজারে চুরির ঘটনা ঘটেছে।
গত বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে কড়ৈতলী বাজারের চন্দন চন্দ্রদের দোকানে এঘটনা ঘটে।
কড়ৈতলী বাজার ব্যবসায়ীরা বলেন, গত রাতে বাজারের ব্যবসায়ী চন্দন চন্দ্রদের দোকানে দুর্ধর্ষ চুরি হয়। চন্দন দা বহু বছর দরে বাজারে ব্যবসা করে আসছে, প্রবীন ব্যবসয়ীদের মধ্যে তিনি অন্যতম। এ নিয়ে বাজার জুড়ে আলোচনার ঝড় বইছে, এটা কি বাজার পাহারাদারে ব্যর্থতা!
চন্দন চন্দ্রদে বলেন, বহু কষ্ট করে আমি বাজারে ব্যবসা করে আসছি, আমার এইপর্যন্ত আশার পিছনে অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। এই চুরিতে আমার অনেক বড় ক্ষতি হয়েছে, তা মানতে পারছি না, খুবই কষ্ট লাগছে। আমার দোকানে, বিকাশ, নগদ, ফেলাক্সি লোডেরসহ অনেক টাকা পয়সা রাখা ছিল। দুইটা টাচ মোবাইলসহ দোকান থেকে টাকা প্রায় ৬০ হাজার নিয়েছে, সোলারের ব্যাটারী একটা নিয়ে গেছে।
এবিষয়ে বাজার কমিটির আহ্বায়ক ও স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জিতু বলেন, চন্দন বাজারের পুরোনো ব্যবসায়ীদের মধ্যে একজন, তাঁর দোকানে চুরি হয়েছে, তা খুবই দুঃখ জনক, চোর কে বা কাহারা তা নিশ্চিত না, চোর দরার বিষয়ে আমরা যথেষ্ট সহযোগিতা করবো।
প্রশাসনের কাছে বাজার ব্যবসায়ীদের দাবি, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। তা না হলে বাজারে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে।
এবিষয়ে ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত ওসি প্রদীপ মন্ডল জানান, এবিষয়ে থানায় এখনো কোন অভিযোগ হয়নি, অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নিবো।