দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে
~ ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেছেন, অবিলম্বে বেগম খালেদা জিয়ার সকল মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। দ্রব্যমূল্যের উর্ধগতির ফলে মানুষ আজ দুঃসহ জীবন যাপন করছে। এ অবস্থার উত্তরণে শেখ হাসিনার পদত্যাগের বিকল্প নেই।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তির রিভার ভিউ ক্যাফেতে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দাবী এক দফা । আর তা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। দেশের মানুষের মুক্তির এ আন্দোলনে যারা ভূমিকা রাখবেন দল ক্ষমতায় এলে তাদের মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, সরকার বিএনপি নেতাদের শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি। জেল-জুলুম, গায়েবী মামলা ও পুলিশ দিয়ে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করেছে। শত নির্যাতন করেও বিএনপি’র এ আন্দোলন থামানো যাবে না।
উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তোফায়েল হোসেন সোহেলের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আঃ কাইয়ুম রিপনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, শ্রমিকদল নেতা মনির হোসেন মান্না, জসিম মাল, মোঃ আনোয়ার হোসেন, যুবদল নেতা মোহাম্মদ হোসেন পাটোয়ারী, মাঈনুদ্দীন, আরিফ, মিন্টু, রাব্বি, সোহেল, সাইফুল, কেফায়েত, সুমন প্রমুখ।