
চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইজাজুল হক (৩১) নামের এক এনজিও কর্মীকে আটক করেছে পুলিশ।
২৫ আগষ্ট শুক্রবার দুপুরে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশের পাকা রাস্তার উপর অস্থায়ী পুলিশ চেক পোষ্টে মোটর সাইকেলসহ তাকে আটক করেন।
এ সময় আটকৃত ব্যক্তির কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লার লালমাই উপজেলার ৫ নং পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গ্রামের আমিনুল হকের ছেলে। সে ব্র্যাকের চাঁদপুরের বালিয়া বাজার শাখার ফিল্ড অফিসার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছেন।
আসামী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে জব্দকৃত ইয়াবা নিজ হেফাজতে রেখে মোটর সাইকেল যোগে বহন করে যাচ্ছিলেন। আসামীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১১, তারিখ- ২৫ আগস্ট, ২০২৩; জি আর নং-১৩৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
শাহারাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে আটককৃত ব্যক্তিকে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স। সমাজে মাদক ব্যবসায়ীদের তথ্য পুলিশকে দেয়ার জন্যও তিনি অনুরোধ জানান।