রুহুল আমিন খাঁন স্বপনঃ
জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহসভাপতি শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেছেন, পল্লীবন্ধুর আদর্শ বুকে নিয়ে মানুষের সেবায় কাজ করে যাবো। দলকে শক্তিশালী করতে পল্লীবন্ধুর আদর্শ মেনে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই।
শনিবার (২৬ আগস্ট) উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ও রূপসা উত্তর ইউনিয়নে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ এ দেশের তথা দেশের মানুষের কল্যাণের জন্যই জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয় পার্টির শাসন আমলের সুফল দেশের মানুষ এখনো ভোগ করছে। তাই আসছে জাতীয় নির্বাচনে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। পল্লীবন্ধু হোসাইন মোহাম্মাদ এরশাদ আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু আল্লাহর অশেষ রহমতে দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের মাঝে তিনি বেঁচে আছেন। আমাদের কর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন।
এর আগে উপজেলা ফরিদগঞ্জ ১৪ নং দক্ষিণ ও বালিথুবা পশ্চিম ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। দুই দিনে ৪টি ইউনিয়নে দুই হাজার অসহায়দের মাঝে বস্ত্র, বিভিন্ন শিক্ষা-সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়।
কর্মসূচিতে জাতীয় পার্টি নেতা মোস্তফা পাটওয়ারী, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, উপজেলা যুব সংহতির আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু শেখ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের সদস্য সচিব শিবলু সবুজসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি ও উপজেলা কমিটির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।