মো.শাহ আলম ভূঁইয়াঃ
শাহরাস্তি উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রায়শ্রী উত্তর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার, উনকিলা গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ফারুক সাহেব জটিল অসুস্থতায় শয্যাশায়ী।
গত ২০ আগষ্ট শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে পরদিন পরিবারের লোকজন কুমিল্লা মডার্ন হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার জানান তিনি স্ট্রোক করেছেন এবং প্যারালাইসিস এর লক্ষন দেখা যায়।
প্রায় সাপ্তাহখানিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে উনাকে বাড়িতে নিয়ে আসা হয়।স্টোক ও প্যারালাইসিস হয়ে বর্তমানে বাড়িতে চিকিৎসা চলমান।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক সাহেবের অসুস্থতার খবর শুনে তাকে দেখতে যান শাহরাস্তি -হাজীগঞ্জ সংসদীয় আসনের এমপি প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।
এ সময় তিনি অসুস্থ মোহাম্মদ ফারুক এর চিকিৎসার খোঁজখবর নেন। এবং সম্পূর্ণ সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করেন।
অসুস্থ মোহাম্মদ ফারুককে দেখতে অধ্যাপক আবুল হোসাইন ছাড়াও শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট ব্যাংকার জনাব ফয়সাল মৃধা ও রায়শ্রী উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব ডা.জাকির হোসেন ও ইউনিয়ন যুব ও ক্রিড়া সংসদের সভাপতি তোফায়েল আহমেদ সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত হন।