চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌরসভার ঠাকুর বাজারে অবস্থিত শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
মাদ্রাসা প্রাঙ্গনে পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফকে সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন, বিদ্যুৎসাহী সদস্য ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, দাতা সদস্য সহিদ উল্ল্যা মিয়াজি, অভিভাবক সদস্য আব্দুল মালেক, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোঃ মোস্তফা কামাল, মোঃ সফিকুর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ছকিনা বেগম, সাধারণ শিক্ষক সদস্য বাবলু আচার্য্য, মোঃ রফিকুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য রোজিনা সুলতানা, সদস্য সচিব অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
নবগঠিত কমিটির সভাপতি হাজী আব্দুল লতিফ জানান, ‘আমাকে মাদ্রাসার পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে পূণরায় মনোনীত করায় মাদ্রাসার সম্মানিত শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী ও এলাকাবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্খীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাদ্রাসার প্রতিটি ছাত্র-শিক্ষকের কাজের মাধ্যমে তাদের প্রতি যেন ভালোবাসা দেখাতে পারি সে আশা করছি। এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।’