
ঐতিহ্য সংগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল শাহরাস্তি উপজেলা এবং পৌরসভা।
আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি-হাজিগঞ্জ গণ মানুষের নেতা সাবেক চাঁদপুর জেলা বিএনপির সফল সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহারাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া এবং শাহরাস্তি পৌরসভা বিএনপির সভাপতি আবুল খাইয়ের সিএ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, শাহরাস্তি উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ সিকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল প্রিন্স, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, পৌরসভার আহবায়ক সফিকুল ইসলাম, পৌরসভার সদস্য সচিব আবুল হায়দার, যুগ্ন আহবায়ক নুর হোসেন রাজু, ১১ নং ওয়ার্ড সভাপতি শাহাদাত হোসেন, ১২ নং ওয়ার্ড সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক শাকিল, ৫ নং ওয়ার্ড সভাপতি সাদ্দাম হোসেন সহ আরও অনেকে।
প্রধান অতিথি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মমিনুল হক তার বক্তব্যে বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামনে সরকার পতনের আন্দোলনকে বেগবান করতে হবে। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে মাঠে থেকে আন্দোলন সফল করার জন্যও নির্দেশনা দেন তিনি।
সভায় বক্তারা সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর পক্ষ থেকে উক্ত প্রোগ্রাম সফল এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।