প্রবীণ সাংবাদিক চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পনের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে ৯ আগষ্ট বিকেলে অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় প্রয়াত ইকরাম চৌধুরীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ন সম্পাদক কামরুজ্জামান সেন্টু, সম্মানিত সদস্য ফয়েজ আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন, রাফিউ হাসান হামজা, মোঃ হাসানুজ্জামান, রফিকুল ইসলাম, আবু মুসা আল সিহাব, আহসান হাবীব প্রমূখ।
সাংবাদিক নেতৃবৃন্দ ইকরাম চৌধুরীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, চাঁদপুর জেলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইকরাম চৌধুরী। তার অবদানের জন্য আজ চাঁদপুর প্রেসক্লাবের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। জেলার প্রতিটি উপজেলায় তার রয়েছে ব্যপক অবদান। শতশত সংবাদ কর্মীদের হৃদয়ে ইকরাম চৌধুরী স্থান করে নিয়েছেন।
বক্তব্য শেষে প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।