সাংবাদিকতায় বিশেষ সম্মাননা হিসেবে রতন স্মৃতি পদক পেলেন চাঁদপুরের সাংবাদিক অমরেশ দত্ত জয়।
৩০ জুলাই রোববার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে অতিথিরা তাঁর হাতে এই পদক তুলে দেন।
জানা যায়, একটি বেসরকারি টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও বিএমএসএফ এর সহ-সভাপতি ও মাঠ পর্যায়ের চষে বেড়ানো সাংবাদিক ছিলেন রতন সরকার। তাঁর অকাল মৃত্যুতে বিএমএসএফ নামক জাতীয় এই সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন সরূপ সারাদেশে বেশ কয়েকজন সাহসী সাংবাদিককে রতন স্মৃতি পদক দেয়া হয়। আর সেখানেই চাঁদপুরের মাঠ পর্যায়ের মেধাবী সাহসী সাংবাদিক হিসেবে অমরেশ দত্ত জয়কে এই রতন স্মৃতি পদক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।
আরো জানা যায়, অমরেশ দত্ত জয় এক সময় দেশের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক সংবাদ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতো। বর্তমানে তিনি সুনামের সাথে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক কালবেলা এবং ওয়ালটন গ্রুপের রাইজিংবিডি অনলাইন নিউজ পোর্টালসহ স্থানীয় গণমাধ্যমে কাজ করছেন। তাঁর শিক্ষাগত একাডেমিক ক্যারিয়ারে তিনি ব্যবস্থাপনা বিভাগ থেকে এমবিএ শেষ করে বর্তমানে চাঁদপুর ‘ল’ কলেজের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত রয়েছেন।
বিএমএসএফ এর ১১ বছর পেরিয়ে এই যুগে পদার্পণ উৎসবের এই আয়োজনে বক্তব্য রাখেন সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল, বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পী সরদার, বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ অন্যরা।
দিনব্যাপী যুগে পদার্পণ এই অনুষ্ঠানের নানা আয়োজনে বিএমএসএফ সংগঠনের বিভিন্ন ইউনিটের সারাদেশের কয়েক’শ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।