ক্যাম্পাস প্রতিনিধিঃ
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাত জনকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ শনিবার (২৯ জুলাই) রাত ১০টায় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেইজে উপ-দপ্তর সম্পাদক মুজিবুল বাসার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে,শৃঙ্খলা পরিস্থিতি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ,কবি নজরুল সরকারি কলেজ শাখার রাফি উজ সাকলাইন (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল সরকারি কলেজ শাখা),তন্ময় হোসেন, রুদ্র দেবনাথ,মিঠু হোসেন,ফয়সাল মাহমুদ, আশিকুর রহমান আশিক ও আশরাফ পাটোয়ারীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য গেল শুক্রবার কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের দু পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫ জন আহত হয়। এছাড়াও ছাত্র সংসদে অবস্থিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়।