দুষ্টু লোকদের লুটপাট করে খেতে আমি সুযোগ দিব না
– মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম
অভিভাবক ভালো হলে মানুষ শান্তিতে থাকতে পারে। আগামী দিনেও আমি আপনাদের অভিভাবকের দায়িত্ব পালন করবো। আমি কখনো জিজ্ঞাসা করিনি আপনি কোন দল করেন? আমি সকলের অভিভাবক, আমরা যে নবীর উম্মত তার সুপারিশ পেতে চাই। দেশের মাটির প্রতি ভালোবাসা থাকতে হবে। যারা দেশকে ও দেশের মানুষকে ভালোবেসে না তাদের পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। কিছু দুষ্ট লোক এলাকায় আসে শুধু ভেজাল তৈরি করতে! আমাদের মধ্যে কিছু লোক ক্ষমতায় আসতে চায় লুটপাট করে খেতে আমি তাতে বাঁধা দেই। আপনাদের কষ্টের টাকা আমি লুটপাট করতে দিবো না। এসব দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলবেন না। তাদেরকে জায়গা দিবেন না তাহলে বিপদে পড়বেন। আমি আপনাদের পাশে থাকবো বিপদ আপদে আমাকে কাছে পাবেন, আমি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, আপনারা দেখেছেন একটি দল আন্দোলন করছে তারা প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে চায়। তারা ক্ষমতায় আসলে এবার উপজেলা পর্যায়ে হাওয়া ভবন তৈরি করবে। স্থানীয় সংসদ সদস্য মেজর ( অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম তার বক্তব্যে কথাগুলো জনতার উদ্দেশ্যে বলেন।
শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পালের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ডাঃ আঃ রাজ্জাকের সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার স্থানীয় সংসদ সদস্য মেজর ( অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসি, আওয়ামীলীগ নেতা এড. ইলিয়াস মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী। উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।