এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম পেলেন একাত্তর ফাউন্ডেশন সম্মাননা। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করে একাত্তর ফাউন্ডেশন। আজ শুক্রবার (২৮ জুলাই) রাতে চাঁদপুর প্রেসক্লাবে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
একাত্তর কণ্ঠ ও একাত্তর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক সংগঠনসহ বেশ কিছু সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।
এ সময় প্রতিবন্ধী ও অসহায়দের মধ্যে ঘরের চাবিও হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে যা উন্নয়ন হচ্ছে, তার সুফল সবাই পাচ্ছি। কিন্তু আগে যারা ক্ষমতায় ছিল, সবাই অশিক্ষিত ও অদক্ষ। তারা শুধু নিজেদের উন্নয়ন করেছে। মানুষের হক মেরে খেয়েছে। তাই দেশকে এগিয়ে নিতে এই সরকারকেই ভোট দিতে হবে।’
এর আগে শিক্ষামন্ত্রী ফিতা ও কেক কেটে চাঁদপুরে এই প্রথম আধুনিক চিকিৎসাসেবা সম্পন্ন ফেমাস স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব মো. নূরুল আমিন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ।